ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

সিরিয়ার জাবলাহ ও টারটাস শহরে বোমা হামলায় নিহত ১৪৫

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০১:০১ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার

সিরিয়ার জাবলাহ ও টারটাস শহরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে । এদিকে হামলার জন্য তুরস্ক, কাতার ও সৌদি আরবকে দায়ী করেছে দেশটির সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যম সানা’র প্রতিবেদনে বলা হয়, এ ধরণের হামলার মাধ্যমে শান্তি আলোচনা বিলম্বিত করার অপচেষ্টা করা হচ্ছে। সিরীয় সরকার মনে করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অর্জনকে ক্ষুন্ন করতেই আঙ্কারা, দোহা এবং রিয়াদ বিদ্রোহীদের মাধ্যমে এসব হামলা চালিয়েছে। এরইমধ্যে অভিযোগ জতিসংঘকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলেও জানায় সানা। যদিও বৃহ¯পতিবার চালানো এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।