ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বিনামূল্যে প্রশিক্ষণ সঙ্গে সনদ

প্রকাশিত : ১১:৫২ পিএম, ৩১ মার্চ ২০১৮ শনিবার | আপডেট: ১২:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামোর আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০১১-এ বর্ণিত কাঠামো অনুযায়ী কানাডা সরকারের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম-সংস্থা লেবার অর্গানাইজেশনের কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।  

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

১) বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস প্রতিষ্ঠানের আওতায়

* ফোরমিং

*বডি এন্ড গ্লেজ প্রিপারেশন

*গ্লেজিং

*ডেকোরেশন এন্ড প্রিন্টিং (NTVQF Level-o1)

২)  ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের আওতায়- প্যাকেজিং (NTVQF Level-o1)

৩) বাংলাদেশ কোরিয়া-করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আওতায়- ইনডাস্ট্রিয়াল ম্যাকানিকেল মেইনটেনেন্স (NTVQF Level-o2)।

৪) ঢাকা মহিলা পরিটেকনিক ইন্সটিটিউটের আওতায়- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্সটলেশন এন্ড মেইনটেনেন্স (NTVQF Level-o2)।

আবেদনের নিয়ম এবং যোগ্যতা

* ক্রমিক নং-১ ও ২ এ বির্ণিত প্রতিষ্ঠানে অনুমোদিত অকৃপেশনে ভর্তির জন্য প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণি/জেএসসি/জেডিসি পাশ অথবা ভাষা, ও গণিতে সক্ষমতা অথবা সংশ্লিষ্ট অকুপেশনে প্রি-ভোকেশনাল-২ সনদ প্রাপ্ত অথবা সংশ্লিষ্ট অকুপেশনে ০১ বছরের কাজের অভিজ্ঞতাসহ ভাষা, গণিত ও ভোকেশনাল স্কীলে সক্ষমতা টেস্টে উত্তীর্ণ হতে হবে।

*ক্রমিক নং ৩ ও ৪-এ বির্ণিত প্রতিষ্ঠানের অনুমোদিত অকুপেশনে প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি পাশ বা সমমানের যোগ্যতা

অথবা সংশ্লিষ্ট অকুপেশনে ১ বছরের কাজের অভিজ্ঞতা ।

* উপর্যুক্ত প্রশিক্ষণে মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে, মেধা এবং কোটার ভিত্তিতে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

সাধারণ আসনে ভর্তির সুযোগ ছাড়াও মহিলাদের জন্য ২৫% কোটা সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় সংখ্যক মহিলা

আবেদনকারী না পাওয়া গেলে পুরুষ আবেদনকারীদের মধ্য হতে মেধার ভিত্তিতে আসন পূরণ করা হবে।

* সকল অকুপেশন প্রতিবন্ধি প্রশিক্ষণার্থীদের জন্য ৫% কোট সংরক্ষিত থাকবে। অকুপেশন ভেদে শারীরিক সামর্থ ও অন্যান্য

শর্তাদি বিবেচনাপূর্বক নির্বাচনি কমিটি প্রার্থীতা চূড়ান্ত করবে।

* বর্তমানে সরকারী, বেসরকারী ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে অধ্যয়নরত শিক্ষার্থীগণ এ প্রশিক্ষণ কোর্সে ভর্তির

জন্য আবেদন করতে পারবেন না।

* প্রশিক্ষণার্থীর ন্যূনতম বয়স ১৬ বছর হতে হবে।

* সকল ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত মুক্তিযোদ্ধা, উপজাতি, আদিবাসি ও প্রতিবন্ধি কোটা অনুসরণ করা হবে।

* প্রশিক্ষণ সপ্তাহে ৬ দিন এবং প্রশিক্ষণের সময় (প্রতিষ্ঠান) ভেদে সকাল ৮ টা হইতে দুপুর ২ টা অথবা দুপুর ২ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলবে।

* প্রশিক্ষণ শেষে এ্যসেসমেন্টের মাধ্যমে যোগ্য প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক

NTVQF অনুযায়ী সার্টিফিকেট প্রদান করা হবে।

*বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.btebcbt.gov.bd অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি ফরম জমা দেয়ার সময় ভর্তির আবেদন ফি বাবদ অফেরৎযোগ্য ১০০/- (একশত) টাকা জমা দিতে হবে।

* আবেদন ফরমের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হইতে নাগরিকত্ব সনদ জমা দিতে হবে।

* প্রতিটি অকুপেশনে সর্বোচ্চ ২০ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। আসন সংখ্যার বেশী আবেদন জমা হলে এ্যাপ্টিচুড টেস্টের মাধ্যমে মেধা ও কোটার ভিত্তি প্রশিক্ষণার্থী বাছাই ও ভর্তি করা হবে।বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 ভর্তি কার্যক্রমের সময়সীমা

*আবেদন পত্র বিতরণ শুরু-১ লা এপ্রিল, ২১০৮

*আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ-১৮ এপ্রিল, ২০১৮

*এ্যাপ্টিচুড টেস্ট -২০ এপ্রিল, ২০১৮

*নির্বাচিত প্রশিক্ষনার্থীর তালিকা প্রকাশ-২২ এপ্রিল, ২০১৮

* প্রশিক্ষণ শুরু-২৫ এপ্রিল, ২০১৭

বি.দ্র: আবেদন ফরম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ১লা এপ্রিল,২০১৮ তারিখ থেকে পাওয়া যাবে।

সূত্র: দৈনিক প্রথম আলো(৩১ মার্চ, ২০১৮)

এমএইচ/টিকে