ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে হাইকোর্টের রায় মানতে পুলিশকে নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার

বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে হাইকোর্টের রায় মানতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। কাউকে গ্রেপ্তারের সময় পুলিশ বাহিনীর সদস্যরা তাদের পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে বলে রায়ের নির্দেশনায় বলা হয়েছে। তাই ৫৪ ধারার অপব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন মন্ত্রী।