ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

আসন্ন বাজেটে, বরাদ্দে সংখ্যা লঘু সম্প্রদায়ের জন্যে বরাদ্দে বৈষম্য কমানো দাবী

প্রকাশিত : ০৫:২৫ পিএম, ২৪ মে ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:০১ পিএম, ২৫ মে ২০১৬ বুধবার

আসন্ন বাজেটে, বরাদ্দে সংখ্যা লুঘু সম্প্রদায়ের জন্যে বরাদ্দে বৈষম্য কমানো দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাবে সংবা সম্মেলনে বলা হয়, রাষ্ট্রধমের অনুসারীদের জন্যে যেখানে ধমীয় বরাদ্দ থাকে ১১ থেকে ১২ টাকা সেখানে, সংখ্যা লুঘুদের দেয়া হয় মাত্র ৩ টাকা। এটা, অসম্প্রদাষিক বাংলাদেশের বৈশিষ্টের সাথে মেলে না উল্লেখ করে, প্রয়োজনের অনগ্রসর এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ২ জাহার কোটি টাকার থোক বরাদ্দ দিয়ে, একটি ফাউন্ডেশন করার প্রস্তাব রাখা হয় সংবাদ সম্মেলনে।