ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত ৮

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩৪ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

জম্মু-কাশ্মিরের দুটি স্থানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তাবাহিনীর অভিযানে আট জঙ্গি নিহত হয়েছেন। শনিবার ও রবিবার পৃথক দুটি অভিযানে নিহতের এ ঘটনা ঘটে। 

শনিবার রাতে সোপিয়ান এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে থাকা জঙ্গিদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে। এ ঘটনায় সেনাবাহিনীর গুলিতে ছয় জঙ্গি নিহত হন।

অপরদিকে রবিবার ভোররাত থেকে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগের দিয়ালগাম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়। এ গোলাগুলিতে সেখানে নিহত হয় আরও দু’জন জঙ্গি। সেখান থেকে এক জঙ্গিকে আটক করেছে সেনাবাহিনী।

গত তিনদিনে দক্ষিণ কাশ্মির এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় নিরাত্তাবাহিনীর ২ জন্য সদস্য নিহত হন।

নিহত জঙ্গিদের পরিচয় এখন পর্যন্ত জানানো হয় নি। তবে তারা পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
জঙ্গিদের এ সদস্যরা পাকিস্তানের মদদপুষ্ট হতে পারে বলে ধারণা করছে ভারতের সেনাবাহিনী।

সূত্র: ইন্ডিয়া টুডে  

এমএইচ/এসি