ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

বানরকাণ্ড : ১৬ দিনের নবজাতক চুরি

প্রকাশিত : ১২:২০ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার




 ভারতের উড়িষ্যায় এক বাড়ি থেকে ১৬ দিনের এক ঘুমন্ত নবজাতককে চুরি করে নিয়ে গেছে বানর। শনিবারের এ ঘটনায় এলাকাজুড়ে চালানো হচ্ছে বানর নিধন অভিযান।

এনডিটিভি জানায়, উড়িষ্যার তালাবাস্তা গ্রামে শিশুটি তার মায়ের পাশেই ঘুমিয়ে ছিল। ঘুমন্ত শিশুটিকে বাড়ির ভেতর ঢুকে বানর চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর বন বিভাগ শিশুটিকে উদ্ধারে ত্বরিত অভিয়ান চালায়।

স্থানীয়দের বরাতে এনডিটিভি জানায়, বানরটি ওই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় নবজাতক শিশুটি কাঁদতে থাকলে তখন মা উঠে দেখেন বানর তার কোলের শিশুকে নিয়ে বাড়ি টপকে চলে যাচ্ছে।

উদ্ধার অভিযানে নামলেও বন কর্তৃপক্ষ জানায়, শিশুটির ভয়াবহ কান্নার শব্দ একপর্যায়ে বন্ধ হয়ে যায়। ফলে শিশুটিকে উদ্ধার করা কঠিন হয়ে গেছে। কিন্তু তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
/ এআর /