ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

সাউথ বাংলা ব্যাংকের এমডির বাবার ইন্তেকাল

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:৫০ পিএম, ৩ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের বাবা চৌধুরী নাসিরুদ্দিন আহমেদ সোমবার দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটে রাজধানীর গ্রিন লাইফ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার এই কৃতি সন্তান কাস্টমস্ কর্মকর্তা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরে তিনি কাস্টমস থেকে ইস্তেফা দিয়ে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন। বিপুল জনপ্রিয় এই ব্যক্তি মেহেন্দীগঞ্জের লতা ইউনিয়নের পরপর তিনবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।