ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

ভোলায় আলু ক্ষেতে পোকার আক্রমণ(ভিডিও)

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৫ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

পোকার আক্রমণে ভোলায় ক্ষেতের আলু নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষক। সেইসাথে বাজার দর পড়ে যাওয়ায় দিশেহারা তারা। এদিকে মুন্সিগঞ্জে বাম্পার ফলন হলেও দাম না পাওয়ায় বিপাকে চাষীরা। হিমাগার কম থাকায় সংরক্ষণও করা যাচ্ছেনা।

বিগত কয়েক বছর বাম্পার ফলনে এ মৌসুমেও ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু লাগিয়েছিলেন ভোলার কৃষক।

মৌসুমের শুরুতে টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে নষ্ট হয় আলু বীজ। দ্বিতীয় দফায় লোন করে নতুন বীজ বোনার পর পোকায় আক্রান্ত হয় আলু ক্ষেত। সার-কিটনাশক দিয়েও ফল মেলেনি।

বিগত বছরে প্রতি কেজি আলু ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হলেও এবার সর্বোচ্চ দর ৬ থেকে ৭ টাকা। কৃষকরা বলছেন, বাজার দর কম হওয়ায় ক্ষতি পুষিয়ে খরচ তোলায় দায়।

আলুর মড়ক ঠেকাতে আগামীতে কৃষকদের সঠিক নিয়মে সার দেয়ার পরার্মশ কৃষি বিভাগের।

এদিকে মুন্সীগঞ্জের ৬টি উপজেলার আলুর বাম্পার ফলন হলেও আকার ছোট হওয়ায় ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন কৃষক।

এ বছর জেলায় ১৩ লাখ ৬৯ হাজার মেট্রিকটন আলু উৎপাদন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে মুন্সীগঞ্জে ৭৬টি হিমাগারের ধারণক্ষমতা সাড়ে ৪ লাখ টন। বাড়তি আলু ২ থেকে ৩ মাস পর্যন্ত বাড়িতে মাচা করে সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তাদের।

ক্ষতি পুষিয়ে নিতে আলু রপ্তানির পাশাপাশি নায্য দাম নির্ধারণের দাবি কৃষকদের।