ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

যাত্রার সুদিন ফেরাতে নতুন উদ্যোগ [ভিডিও]

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ৬ এপ্রিল ২০১৮ শুক্রবার

যাত্রা বাংলার লোকনাট্যের উল্লেখযোগ্য শাখা, বাঙালী সংস্কৃতি আর বিনোদনের অন্যতম অনুসঙ্গ। আকাশ সংস্কৃতির আগ্রাসন একশ্রেণীর মানুষের বিরোধীতার মুখে ক্রমেই হারিয়ে যেতে থাকে গ্রামীণ এই শিল্প।

অপশক্তির কালো মেঘ সরিয়ে ঐতিহ্যবাহী এই শিল্পের পুণর্জাগরণে উদ্যোগ নিয়েছেন নীলফামারীর যাত্রাশিল্পীরা।

গ্রামগঞ্জে পরিবারের সবাই মিলে রাতভর যাত্রা দেখার রেওয়াজ বেশ পুরনো। আশ্বিন-কার্তিক মাস থেকে শুরু করে চৈত্রের শেষ পর্যন্ত গ্রাম বাংলায় যাত্রা পরিবেশনের সময়।

তবে আকাশ সংস্কৃতির আগ্রাসন আর অপশক্তির ছায়ায় ক্রমেই হারিয়ে যেতে বসেছে বাংলা সংস্কৃতির উল্লেখযোগ্য এই অনুসঙ্গ। সেই রাহুগ্রাস থেকে মুক্ত করে যাত্রার সুদিন ফিরিয়ে আনতে কাজ করছেন নীলফামারীর কয়েকজন শিল্পী। এই উদ্যোগে দর্শকের সাড়া অনুপ্রেরণা যুগিয়েছে আয়োজকদের।

নির্বিঘ্নে যাত্রা পরিবেশনে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন মালিকরা। আর যাত্রা দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী।

নীলফামারীর এই শিল্পীদের হাত ধরে ফিরবে যাত্রা শিল্পের সুদিন- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

ভিডিও: