ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

ছাড়পোকার কামড়

১৬ লাখ ডলার ক্ষতিপূরণ পেলো ক্যালিফোর্নিয়ার পরিবার

প্রকাশিত : ০১:১০ পিএম, ৭ এপ্রিল ২০১৮ শনিবার

ছাড়পোকা রক্ত খায়। তারপর সেখানে চুলকায়। ঘুমেরও বারোটা বাজায় খয়েরি রঙের এই ছোট্ট পোকাটি। এর কারণে মারাত্মক ধরনের সংক্রমণও হতে পারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি পরিবার ছাড়পোকার কামড়ের অভিযোগ করে ক্ষতিপূরণ পেয়েছেন। গত সোমবার পরিবারটিকে ১৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইংলেউডে ২০১২ সালেই ঘটনার শুরু। লিলিয়ানা মার্টিনেজ ও তার স্বামী ২০১০ সালে সেখানে একটি নতুন অ্যাপার্টমেন্টে ওঠেন। ২০১২ হঠাৎ একদিন লক্ষ করলেন, তার তিন বছরের ছেলে জর্জ মারাভিল্লার মুখসহ শরীরজুড়ে চাকা চাকা লাল দাগ। তখন তিনি হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে পরামর্শ দেন বাসায় অনুসন্ধান চালাতে। আর সেখানেই তিনি আবিষ্কার করেন ছাড়পোকা। তিনি জানিয়েছেন তার তিন মাস বয়সী মেয়েও ছারপোকার হাত হতে রক্ষা পায়নি।

কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও প্রতিকার না পেয়ে আদালতে মামলা করতে বাধ্য হন লিলিয়ানা মার্টিনেজ।  

এ মামলায় অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে লিলিয়ানার পরিবারকে ১৫ লাখ ৯৩ হাজার ৫০০ ডলার দিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন লিলিয়ানার আইনজীবী ব্রায়ান ভিরাগ।

সূত্র: গিজমড

একে// এআর