ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে সৌদি প্রতিনিধি দল

প্রকাশিত : ০৮:২২ পিএম, ১০ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো পরিদর্শনে যাচ্ছেন সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। আগামীকাল বুধবার কক্সবাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ।

দু` দিনের সফরের অংশ হিসাবে তিনি সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পৌঁছাবেন। ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ সকাল ১১টায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টা থেকে তিনি বালুখালি রোহিঙ্গা শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এ ছাড়া, বিকালে তিনি মালয়েশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ তার সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার হাসপাতাল পরিদর্শন করবেন। দুপুরের দিকে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে একটি চুক্তি সই করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে দীর্ঘদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ করছে সৌদি-আরব।

এমজে/