কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি তুলবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৭:১১ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

আগামী ১৯ ও ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও লন্ডন সফরের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
তিনি বলেন, মূল সম্মেলন ছাড়াও একাধিক পার্শ্ব বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। এ সময় বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, লন্ডন সফরের আগে ১৫ এপ্রিল সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে ১৬ এপ্রিল গালফ শিল্ড যৌথ সামরিক মহড়ার সমাপনী অুনষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে সেখান থেকে লন্ডনে যাবেন তিনি।
এমএইচ/এসি