ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

দেশে মোবাইল গ্রাহক ১৪ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার    

প্রকাশিত : ১২:১৭ এএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:১৯ এএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন দেশে মোট ১৪ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার মোবাইল গ্রাহক আছে।    

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


তার দেয়া তথ্য মতে, গ্রামীণফোনের গ্রাহক ৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার, রবির ৪ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার, বাংলালিংকের ৩ কোটি ২৭ লাখ ২০ হাজার এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৯ লাখ ৮৮ হাজার। 

এসি