ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫,   শ্রাবণ ১০ ১৪৩২

ইলিশের দাম হাকা হচ্ছে ২৫’শ টাকা

প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার

প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখ সামনে রেখে বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুরের বাজারে ইলিশের দাম বেড়েছে কয়েকগুন। এসব জেলার পাইকারি বাজারে এক কেজি আকারের ইলিশ ১৭শ’ এবং খুচরা বাজারে ২৫শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে পিরোজপুরের নদীগুলোতে ইলিশ ধরা না পড়ায় আগের তুলনায় দাম বেড়েছে কয়েক গুন।

নববর্ষে ইলিশ-পান্তার আয়োজন যেন শহুরে রীতি হয়ে দাঁড়িয়েছে। তাই বরিশাল নগরীর পোর্টরোডের মাছের মোকাম এখন সরগরম।

সপ্তাহের ব্যবধানে বরিশালে এক কেজি আকারের ইলিশের দাম হাকা হচ্ছে ২৫’শ টাকা। বিক্রেতারা জানান, পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা নিধন অভিযান থাকায় আমদানি কম, পাশাপাশি চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে।  

সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের।

পিরোজপুরের তিন নদী বলেশ্বর, কালিগঙ্গা ও কচা নদীতে জেলেদের জালে খুব একটা ইলিশের দেখা নেই। বাজারে তাই ইলিশের দাম উঠেছে ১৮শ থেকে ২৫শ’ টাকায়।

চাঁদপুরের পদ্মা-মেঘনায় চলছে ইলিশ রক্ষা অভিযান। এ জন্য হিমাগারে মজুদ করা এবং  মিয়ানমার থেকে আমদানি করা হিমায়িত ইলিশ যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। 

অন্যদিকে পটুয়াখালীর নিউমার্কেট বাজারেও ইলিশের দামে স্বস্তি নেই ক্রেতাদের।

একে// এসএইচ/