ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

(ভিডিও)

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মৌন মিছিল

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৩:৩০ পিএম, ১৪ এপ্রিল ২০১৮ শনিবার

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিল সকাল সাড়ে দশটায় টিএসসি চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার টিএসসিতে এসে শেষ হয়।

কালো ব্যানারের এ মৌন মিছিলে শিক্ষার্থীদের হাতে ছিল নানা ধরণের প্ল্যাকার্ড। ` ভাড়াটে গুন্ডাদের সন্ত্রাস`, `অবরুদ্ধ হল`, `পুলিশি বর্বরতা` সহ নানা ধরণের বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড মৌন মিছিলে বৈশাখের সকালে সব পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনির্ধারিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সন্ত্রাসীদের দাপট মেনে নেওয়া যায় না। এতে বৈধ ছাত্ররা যেমন তাদের পড়াশোনার পরিবেশ হারিয়েছে তেমনি অনেকে ভুগছে নিরাপত্তাহীণতায়।

প্রসঙ্গত, সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবন ভাংচুর ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে।

/ এআর /