ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

আইরিনের ‘সুইটি’র বাজিমাত (ভিডিও)

প্রকাশিত : ০৬:১২ পিএম, ১৫ এপ্রিল ২০১৮ রবিবার | আপডেট: ১০:১৯ এএম, ১৯ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

বৈশাখ উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে ঢালিউড অভিনেত্রী আইরিন সুলতানা অভিনীত মিউজিক ভিডিও `সুইটি`। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। আইরিনের প্রত্যাশা ছিল, গানটি সবার মাঝে মুগ্ধতা ছড়াবে। তাই হয়েছে। মিউজিক ভিডিওটি তারুণ্যের মন ছুঁয়েছে। বাজিমাত করেছে।
লাইভ টেকনোলজির ব্যানারে নির্মিত বিগ বাজেটের মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন কলকাতার শিব রাম। সুর, সংগীতায়জনের পাশাপাশিও গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ সেন। গানের কথা লিখেছেন প্রিয় চট্টপাধ্যায়। ভিডিওর পুরো শ্যুটিং হয়েছে কলকাতার একটি স্টুডিওতে। যেটি দর্শকদের মন কেড়েছে।
‘ভালোবাসা জিন্দাবাদ’সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক আইরিন সুলতানার। এরপর কাজ করেছেন ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’,‘এক পৃথিবী প্রেম’সহ বেশ কয়েকটি ছবিতে। সম্প্রতি ‘পদ্মার প্রেম’নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন।

ভিডিও দেখতে ক্লিক করুন


/এআর /