Ekushey Television

শাকিব-শ্রাবন্তীর ভিডিও বার্তা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার

শাকিব-শ্রাবন্তীর ভিডিও বার্তা (ভিডিও)

শাকিব-শ্রাবন্তীর ভিডিও বার্তা (ভিডিও)

নতুন বছরের রঙ লেগেছে সবার মাঝে। শুধু বাংলাদেশেই নয়, বর্ণিল আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে বরণ করা হয়েছে নতুন বছরকে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী প্রবাসী বন্ধুরাও মেতেছিলেন বর্ষবরণ উৎসবে। শোবিজ তারকাদেরও দেখা গেছে উৎসবের রঙে নিজেদের রাঙাতে।

ঢালিউড সুপারস্টার শাকিব খান বর্তমানে লন্ডন রয়েছেন। এবারের বৈশাখ তিনি সেখানেই কাটিয়েছেন। লন্ডনে জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং করছেন তিনি। তার সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

লন্ডন থেকে এক ভিডিও বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানান শাকিব-শ্রাবন্তী। ঢালিউড তারকা শাকিব খান বলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য আনন্দ বয়ে আনুক।’

শ্রাবন্তী বলেন, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা বাংলা সিনেমা দেখুন, আমাদের অর্থাৎ ভাইজানের পাশে থাকুন।’

এই ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শুভেচ্ছার সঙ্গে সিনেমার কিছু শুটিংয়ের দৃশ্যও রয়েছে ভিডিওতে।

সেখানে পয়লা বৈশাখে পান্তা-ইলিশ, আর মুড়ি-মুড়কিতে বর্ষবরণ করেছেন শুটিং ইউনিটের সবাই। ভীষণ আনন্দ হয়েছে বলে জানান শাকিব।

এসএ/