ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

সাংগ্রাই উৎসবে জলকেলিতে সিক্ত তরুণরা [ভিডিও]

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৬ এপ্রিল ২০১৮ সোমবার | আপডেট: ১১:০৮ এএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরে সাংগ্রাই উৎসব পালন করছেন পাহাড়ী মারমা সম্প্রদায়। বৌদ্ধমূর্তি স্নান, জলকেলি, হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনসহ আনন্দ-উল্লাসে মেতে উঠেছে আদিবাসীরা। মারমাদের বৈচিত্রময় আয়োজন দেখতে বান্দরবানে ঢল নেমেছে হাজরো পর্যটকের। চার দিনের সাংগ্রাই উৎসব শেষ হয়েছে আজ সোমবার।

নতুন বছরকে বরণে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই। বান্দরবান রাজার মাঠে এবারের সবচেয়ে বড় জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুগ যুগ ধরে একে অপরের গায়ে পানি বর্ষণের মাধ্যমে পূর্বের সব গ্লানি ভুলে নতুন দিনকে বরণ করে তরুণ-তরুণীরা।

রাজগুরু জাদি থেকে বৌদ্ধমুর্তি নিয়ে একটি শোভাযাত্রা শহর ঘুরে সাঙ্গু নদীর চরে চন্দ জল দিয়ে স্নান করানো হয়।

জলকেলিসহ নানা বৈচিত্রময় অনুষ্ঠানে ভীড় জমিয়েছেন হাজারো দেশি-বিদেশি পর্যটক। আদি নৃত্য-গানসহ ধর্মীয় অনুষ্ঠান, পিঠা তৈরির আয়োজনও করা হয় বিভিন্ন  স্থানে।

এছাড়া সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জল এবং পল্লীগুলোতে ছিলো নানা সামাজিক আচার অনুষ্ঠান।

বৌদ্ধ বিহারগুলোতে সমবেত প্রার্থনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।