ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

আবারও সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার | আপডেট: ০৪:৩১ পিএম, ৩০ মে ২০১৬ সোমবার

আবারও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার জাতীয় সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের বেশি প্রাধান্য দেয় বলে মন্তব্য করেন তিনি। ওয়াশিংটন ডিসিতে এক মোটরসাইকেল র‌্যালীতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। তবে এ ধরনের মন্তব্যের পেছনে কোন প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। এসময় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে এ ধরণের ঘটনা যাতে না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। এরআগে ভিয়েতনাম যুদ্ধের সময় কারাগারে বন্দি থাকা সিনেটর জন ম্যাক-কেইনের অতীত ইতিহাস নিয়ে মন্তব্য করে কঠোর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।