ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:২১ পিএম, ১৭ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ৪০৭ গ্রাম হেরোইনসহ মো. মনিরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব-৫।

গত রোববার বিকেলে নরেন্দ্রপুর গ্রামের মুন্নাপাড়া এলাকার একটি আমবাগানের ভিতরে এ অভিযান চালানো হয়।

মাদক ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম জেলার হরিশপুর থানার মৃত আলতাফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৫ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নরেন্দ্রপুর গ্রামের মুন্নাপাড়া এলাকার একটি আমবাগানের ভেতরে অবৈধভাবে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গোপনে মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটকের জন্য র‌্যাবের একটি দল অভিযান চালায়। পরে সেখান থেকে এক কেজি ৪০৭ গ্রাম হেরোইনসহ  মো. মনিরুল ইসলামকে আটক করা হয়। মনিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এ সংক্রান্তে তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তারা হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত।

র‌্যাব আরও জানায়, এ ঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একে// এসএইচ/