ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৫ ১৪৩১

নতুন পৃথিবীর সন্ধানে নাসার নতুন অভিযান

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার

মহাকাশে শুরু হলো নাসার নতুন অভিযান। সৌরজগতের বাইরে নতুন গ্রহ আবিষ্কারের লক্ষ্যে পাঠানো হয়েছে টেস স্যাটেলাইট। নতুন এই মিশনকে কেন্দ্র করে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানেভেরাল বিমান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে উপগ্রহটি।

আমাদের সৌরজগতের প্রতিবেশী নক্ষত্রগুলোর মধ্যে নতুন পৃথিবী কিংবা নতুন প্রাণ রয়েছে কি-না তার সন্ধানে আবারও মিশন শুরু করলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা- নাসা। মহাকাশে পাঠানো হলো নতুন উপগ্রহ টেস বা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট।

এই মিশনে নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে তিনশ আলোক বর্ষ দুরের নক্ষত্রগুলোর ওপর নজরদারি করবেন। বিজ্ঞানীরা বলছেন, টেস দেখবে নক্ষত্রগুলো কতোটা জ্বলজ্বলে। কারণ, উজ্জ্বলতার তারতম্যের ভিত্তিতেই নতুন গ্রহের উপস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।

আগামী দু`বছর পুরো আকাশকে ২৬টি ভাগে ভাগ করে জরিপ চালাবে টেস। মিশনটির নের্তৃত্ব দিচ্ছে ম্যাসাচুসেটস প্রযুক্তি ইন্সটিটিউট।

একে// এসএইচ/