ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

ট্রাম্পের প্রচারণা শিবিরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ১২:০৮ এএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া, ট্রাম্পের প্রচারণা শিবির ও গোপন নথি ফাঁস করা বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ম্যানহাটনের জেলা আদালতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।পাশাপাশি কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

আদালতে দায়ের করা নথিতে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনে জিততে ট্রাম্পের প্রচারণা শিবির উল্লসিত হয়ে রাশিয়ার সহায়তা নিয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে প্রথম খবর প্রকাশ হয় যে ডেমোক্র্যাটিক পার্টিকে লক্ষ্যবস্তু বানাচ্ছে হ্যাকাররা। পরবর্তী দুই মাসে মার্কিন গোয়েন্দারা জানায় রাশিয়ার হ্যাকাররা এর সঙ্গে জড়িত। ওই বছরর জুলাইতে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনের সময়ে হ্যাকারদের চুরি করা প্রায় ২০ হাজার অভ্যন্তরীণ মেইল প্রকাশ করে দেয় উইকিলিকস। এরপরই অভিযোগ ওঠে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে। এই অভিযোগ তদন্ত করে দেখছে রবার্ট মুলারের নেতৃত্বাধীন একটি কমিটি। বরাবর অভিযোগ অস্বীকার করলেও ট্রাম্পও ওই কমিটির কাছে স্বাক্ষ্য দিয়েছেন।

সূত্র: রয়টার্স

এমএইচ/টিকে