ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রাজধানীতে বাস চাপায় পা হারাতে বসেছে কিশোরী (ভিডিও)

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০৭:০৭ পিএম, ২১ এপ্রিল ২০১৮ শনিবার

এবার রাজধানীতে বাসের চাপায় পা হারাতে বসেছে এক কিশোরী। শুক্রবার রাতে বনানীতে বিআরটিসির দোতলা বাস চাপা দেয় কিশোরী রোজিনা আক্তারকে। পরে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়ছেন চিকিৎসক। এ’ঘটনায় বাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় মহাখালী থেকে উত্তরাগামী বিআরটিসি দোতলা বাসের চাকার নিচে পড়ে যান রোজিনা। এ সময় তার ডান পায়ে চাপা দেয় বাসটি।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বাসটিকে থামানোর জন্য হাত উঁচু করলেও আমলে নেননি চালক।

১৭ বছর বয়সী রোজিনার গ্রামের বাড়ি ময়মনসিংয়ের ঘোষগাঁও গ্রামে। দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করে সিনিয়র সাংবাদিক ইশতিয়াক রেজার বাসায়। দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে ছুটে যান তিনি।

এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রায় বিচ্ছিন্ন হওয়া ডান-পা আগের অবস্থায় আসার সম্ভাবনা খুবই কম। তার শারিরীক অবস্থাও আশংকামুক্ত নয়।

এদিকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক শফিকুল ইসলাম সুমনকে আটক করেছে বনানী থানা পুলিশ। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার যথাযথ বিচার দাবি করেছেন রোজিনার স্বজনরা।