ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রাজধানীতে ৮টন জাটকা ইলিশ জব্দ (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার

রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়ত থেকে ৮টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সেসময় ৭জনকে দুই বছর করে কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্টেট জানান, জাটকা নিধন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ির মাছের আড়তে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

সেসময় জব্দ করা হয় ৮টন জাটকা ইলিশ। পাশাপাশি জাটকা বিক্রির অপরাধে ৭ জনকে ২ বছর করে কারাদন্ড দেয় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। তবে বিক্রেতারা বলছেন, তারা এই অপরাধের সঙ্গে জড়িত নয়।

অসাধূ ব্যবসায়ীরা জাটকা বিক্রির সাথে জড়িত বলে জানালেন মৎস্য কর্মকর্তা।

এদিকে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট জানান, জাটকা নিধন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা এসব জাটকা মাছ এতিমখানায় দান করা হবে বলেও জানান তিনি।