ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

থাইপণ্য মেলায় চলছে ২০ শতাংশ পর্যন্ত ছাড়

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৮ সোমবার

থাইল্যান্ডের বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘থাইল্যান্ড উইকরাজধানীর সোনারগাঁও হোটেলে মেলার স্টলগুলোতে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের থাই পণ্য। শোভা পাচ্ছে থ্যাল্যান্ডের তৈরি পোশাক, খেলনা ও খাদ্যপণ্যসহ গৃহস্থলীতে ব্যবহৃত রকমারি পণ্য। এসব পণ্যে রকমভেদে দেওয়া হচ্ছে ভিবিন্ন ধরণের ছাড়। একটি কিনলে একটি ফ্রিসহ কোন কোনো পণ্যের দামের উপর দেওয়া হচ্ছে ১০ থেকে ২০ শতাংশ ছাড়। যা ক্রয়ে মেলার প্রথম দিনেই স্টলগুলোতে দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীর ভীড়।

সোমবার উদ্বোধন হওয়া চারদিন ব্যাপী এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। অনুষ্ঠানে থাইল্যান্ডের ৪৫টি প্রতিষ্ঠান ও থাই পণ্য বিক্রেতা বাংলাদেশের ২৭টি প্রতিষ্ঠান পসরা নিয়ে বসেছে। এর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, পোশাক, পাদুকা, রূপচর্চার সামগ্রী, সুগন্ধী, কসমেটিক, হাসপাতালসহ আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান।

মেলায় এসেছে থাইল্যান্ডের মিষ্টিকুমড়া। থাইল্যান্ডের সুইটি আম, গ্রিন আম ও পেপে। এছাড়া অস্ট্রেলিয়ান আমও মেলায় দেখা গেছে। রকম ভেদে এসব পণ্যে মিলছে ছাড়। ছাড় দিয়ে গ্রিন ও সুইটি আম বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি। অস্ট্রেলিয়ান আম বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি। থাই পেপে বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি।

মেলায় নাজমুস গ্রুপ অব কোম্পানির প্রেসিডেন্ট নাজমুস শাহাদত হোসেন বলেন, মেলায় আমরা থাই পণ্যের পসরা সাজিয়েছি।মেলা উপলক্ষে কিছুটা ছাড়েই পণ্য বিক্রি করছি।তরতাজা এ ফলগুলো বিক্রিতে সাড়াও ভালো পাচ্ছি।

মেলায় মশান ইন্টার‌ন্যাশনাল লিমিটেড নিয়ে এসেছে বডি স্প্রে, কাপড় ধৌত করার বিভিন্ন পাউডার ও ফিদার শ্যাম্পুসহ বিভিন্ন ধরণের পণ্য। স্টলটিতে ৩৪০ গ্রামের একটি শ্যাম্পু ক্রয়ে ১৬০ গ্রামের একটি কন্ডিশনার ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া অন্য পণ্যেও একটি কিনলে একটি ফ্রি দেওয়া হচ্ছে। যে পণ্যে কোনো ছাড় নেই, সেটাতে আবার সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে স্টলটি।

প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুলতান হোসাইন বলেন, এবার দ্বিতীয়বারের মতো আমি মেলায় অংশ নিয়েছি। আজ প্রথম দিনেই মেলাই বেশ সাড়া মিলেছে। মেলায় সর্বোচ্চ ছাড় দিয়ে পণ্য বিক্রি করছি। কারণ মেলায় আমাদের পণ্য বিক্রি-ই মূখ্য নয়, প্রচার-ই মূখ্য।

মেলায় থাইল্যান্ডের জুস পণ্য মেলি ফ্রুটের প্যাকেজে দেওয়া হচ্ছে ১শ’ টাকা ছাড়। ৭শ’ টাকার এ জুস প্যাকেজটি বিক্রি হচ্ছে ৬শ’ টাকা। এছাড়া মেলায় ইন্টান্যাশনাল হোমওয়ার তাদের পণ্যে দিচ্ছে দামের উপর ভ্যাটের ছাড়। প্রতিষ্ঠানটি ১৬ লিটারের একটি ওয়াটার ফিল্টার কিনলে ৪ শতাংশ ভ্যাট বাদ দিয়ে দাম রাখা হচ্ছে ৩ হাজার ৪৭০ টাকা।

ইন্টান্যাশনাল হোমওয়ারের বিজনেস অপারেশন ম্যানেজার রাশেদুল আলম বলেন, আমাদের স্টলে থাইল্যান্ডের পণ্যের পসরা সাজানো হয়েছে। এসব পণ্যে মেলা উপলক্ষ্যে ভ্যাট ছাড় দিচ্ছি। অন্যসময় আমাদের যে কোন শোরুম থেকে নিতে হলে এ ভ্যাট কেটে রাখা হয়।

যৌথভাবে এ মেলার আয়োজন করছে থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, সরকার ও ঢাকার থাই দূতাবাস। মেলা চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আরকে//