পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাকড, পোস্ট উধাও
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তারেক রহমানের পাসপোর্টের প্রমাণসহ যে পোস্ট দেওয়া হয়েছিল তা কেউ মুছে দিয়েছে।
পোস্টে শাহরিয়ার আলম লেখেন, আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে সারারাত। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।
প্রতিমন্ত্রীর দেওয়া এই পোস্টে লাইক পড়েছে ১৩০০, কমেন্ট পড়েছে ২৮৫টি এবং ৩০ বার শেয়ার করা হয়েছে।
গতকাল সোমবার প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্টের ফটোকপি এবং যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরে তার জমা দেওয়া আবেদনের একটি কপি পোস্ট করেন। এর পর পরই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ আসলো।
/ আর / এআর