ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

‘বিনোদন নগরী’ নির্মাণ করছেন সৌদি আরব   

প্রকাশিত : ১১:৫৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৫৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার

‘বিনোদন নগরী’ নির্মাণ করতে যাচ্ছেন সৌদি আরব। বুধবার রিয়াদের কাছে এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন সৌদি বাদশাহ সালমান। দেশটির তেল নির্ভর অর্থনীতিতে ভিন্নতা আনার প্রচেষ্টার প্রেক্ষাপটে মাল্টি বিলিয়ন ডলারের যেসব প্রকল্প হাতে নেয়া হয়েছে এটি সেসবের অংশ। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

কর্মকর্তারা জানান, ৩৩৪ বর্গ কিলোমিটারের রিয়াদের দক্ষিণ -পশ্চিম অঞ্চলের কিদিয়ায় এ মেগা প্রকল্পে থিম পার্ক, মটর স্পোর্ট সুবিধা ও একটি সাফারি পার্কসহ ওয়াল্ট ডিজনী থাকছে।

প্রকল্প কর্মকর্তা ফাহাদ বিন আব্দুল্লাহ তৌসি বলেন, এ প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

কিদিয়া প্রধান নির্বাহী মিশেল রিনিঞ্জার জানান, তিনি আশা করেন যে এ প্রকল্প সৌদি আরবের বিনোদন ও অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে। তবে প্রকল্পটির মোট ব্যয়ের কথা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।

যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার নিজস্ব ধারায় সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি হচ্ছেন দেশটির সুদুরপ্রসারী ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির প্রধান উদ্যোক্তা।

এসি