ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

গাজীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা (ভিডিও)

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৮ বুধবার

গাজীপুর সিটি কর্পোরেশনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা নিজেদের জয়ের আশাবাদ ব্যক্ত করে নেমেছেন প্রচারণায়।

প্রচার ও প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা।

বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রধান ২ দল আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা।

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

বিএনপি’র প্রার্থী হাসান উদ্দিন সরকার জানান, নির্বাচনী আইন মেনেই অগ্রসর হচ্ছেন তিনি।

কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন জোড়ে সোড়ে।

গাজীপুরে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৫ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।