ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

প্রোস্টেট ক্যান্সার শনাক্তে পথ দেখাচ্ছেন কাশ্মিরী চিকিৎসক

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার | আপডেট: ০২:২১ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার গা ঘেঁষা গ্রাম আমরোহি। ওপারে পাকিস্তান।কুপওয়ারা জেলার তাঙ্গধার সীমান্তের এই গ্রামে গোলাগুলির শব্দ প্রায়ই লেগে থাকে।
গ্রামটিতে মোবাইল ফোনের রিংটোন শোনা যায় না এখনো। আধুনিক অনেক কিছুই এখানকার মানুষের হাতের নাগালের বাইরে। এই অজো পাড়া গায়ের এক চিকিৎসক প্রোস্টেট ক্যানসারের চিকিৎসায় নয়া পথ বাতলে দিয়ে হইচই ফেলে দিয়েছেন।
তরুণ ওই চিকিৎসকের নাম গুলাম নবি। তিনি অবশ্য এখন স্কটল্যান্ডের বাসিন্দা। স্ত্রী আসিফা বেগমও দুই ছেলেকে নিয়ে সেখানেই থাকেন।
শ্রীনগরের শ্রীপ্রতাপ উচ্চবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে ১৯৮৮ সালে শ্রীনগরের মেডিক্যাল কলেজে ভর্তি হন নবি।
এমবিবিএস শেষ করে ৯৩ সালে দিল্লি এইমসে যোগ দেন। ২০০২ সালে এফআরসিএস পাশ করে পাড়ি দেন এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনসে।
জানা গেছে, ভারতে পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখের ক্যানসারের পরে তৃতীয় ধাপে রয়েছে প্রোস্টেট ক্যানসার। আক্রান্তের সংখ্যাটাও বেশ বাড়ছে। দেশটিতে ক্যানসার আক্রান্তের মধ্যে সাত শতাংশই প্রোস্টেট ক্যানসারে ভুগছেন।
অথচ এই ক্যানসার এত নিশ্চুপে বাড়ে যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় ঠিক সময়ে ধরাই পড়ে না। কিন্তু ধরা পড়লে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে।
এবার একটি নতুন আলট্রাসাউন্ড পদ্ধতি এনেছেন স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের সার্জিকাল ইউরো-অঙ্কোলজি বিভাগের অধ্যাপক নবি।
তার দাবি, প্রস্টেট ক্যানসার শনাক্তে এই নতুন পদ্ধতি অনেক নিখুঁতভাবে কাজ করবে। এছাড়া খরচও প্রচলিত পদ্ধতির থেকে অনেকটাই কম।
সূত্র : আনন্দবাজার।
/এআর /