ঢাকা, মঙ্গলবার   ১৮ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

লেগুনা থেকে পড়ে ইডেন কলেজ ছাত্রী নিহত

প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে ছিটকে সড়কে পড়ে নুসরাত জাহান ঝুমা (২০) নামের ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝুমা ইডেন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কদমতলীর দনিয়া এলাকায় ৮২৯/৮ নূরপুরে পরিবারের সঙ্গে থাকতেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে ঝুমা সবার ছোট । তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

জানা গেছে, ইডেন কলেজ থেকে বের হয়ে লেগুনায় করে বাসার দিকে যাচ্ছিলেন ঝুমা। পথে শনির আখড়ার কাছে লেগুনাটি প্রচণ্ড গতিতে স্পিড ব্রেকারে উঠে পড়ে। ওই সময় ঝুমা গাড়ি থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঝাঁকুনির কারণে তিনি লেগুনা থেকে ছিটকে সড়কে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বেলা একটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেআই/ এআর