ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ৩ ১৪৩১

রাজধানীতে  মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:৫২ পিএম, ৩০ এপ্রিল ২০১৮ সোমবার

রাজধানীর মিরপুরের  একটি বাসা থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় মিরপুরে বাঙলা কলেজের পাশে পাইকপাড়া সরকারি কোয়ার্টারের ভবন থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে দারুস সালাম থানা পুলিশ।

নিহতরা হলেন, জেসমিন আক্তার। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই মেয়ে হাসিবা তাসনিম হিমি (৯), ও আদিলা তাসনিম (৫)।

জেসমিনের স্বামী হাসিবুল ইসলাম। তিনি জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ শাখার ড্রাফটসম্যান। ঘটনার সময় হাসিবুল ইসলাম মাগরিবের নামাজের জন্য বাইরে ছিলেন।

দারুস সালাম থানার এস আই রুবেল আমিন গণমাধ্যমকে  জানান, মিরপুর বাংলা কলেজের পাশের সরকারি স্টাফ কলোনি থেকে মা মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় ঘরের মধ্যে তাদের রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাদের।

কেআই/