ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

রাজ-শুভশ্রীর বিয়ের তারিখ ঘোষণা

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:২৫ পিএম, ১ মে ২০১৮ মঙ্গলবার

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে চলছে ব্যাপক উন্মাদনা। গত মার্চে হঠাৎ করেই ঘরোয়া পরিবেশে আংটি বদল করেন কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। 

এবার তারা প্রথা মেনে সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন। তাদের বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১১মে ঝাকঝমক অনুষ্ঠানের মাধ্যমে তাদের চারহাত এক হতে যাচ্ছে। তাই বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে রাজ শুভশ্রীর।

জি নিউজের তথ্য মতে, আগামী ১১ মে বাঙালি রীতি মেনেই বিয়ে করছেন রাজ-শুভশ্রী। বিয়ের অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাওয়ালি রাজবাড়িতে। আর বিয়ের রিসেপশন হবে ১৮ মে শুভশ্রীর গ্রামের বাড়ি বর্ধমানে।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে রাজ শুভশ্রীর বিয়ের কার্ড। শুরু হয়েছে নিমন্ত্রণ পর্বও। তবে বিয়ের বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি রাজ-শুভশ্রী। তবে কি কোনো সারপ্রাইজ দিতে চাইছেন? সেটাই এখন দেখার বিষয়।

এসি