ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চাকরি

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রভাষক, সহকারী শিক্ষক, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) প্রভাষক( রসায়নবিজ্ঞান)

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।নিবন্ধনসহ কলেজ পর্যায়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভার্সনে পাঠদানে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

২) সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা-মহিলা)

যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক/ বি.পি.এড ডিগ্রিধারী।সংশ্লিষ্ট পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

৩) সহকারী শিক্ষক (হিন্দু/ বৌদ্ধ ধর্ম)

যোগ্যতা

যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক / সমমানের ডিগ্রিধারী। শুধুমাত্র হিন্দু/বৌদ্ধ ধর্মাবলম্বীগণ আবেদন করতে পারবেন। সংগীতে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

৪) সহকারী প্রশাসনিক কর্মকর্তা

যোগ্যতা

যেকোনো বিষেয়ে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি। অবসরপ্রাপ্ত সামারিক অথবা কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

৫) কম্পিউটার ল্যাব সহকারী

যোগ্যতা

সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। ট্রাবলশূট, ল্যান, প্রজেক্টর এবং হার্ডওয়্যার ও সফট্ওয়্যার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা ২৭ মে, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক(৪ মে, ২০১৮)

এমএইচ/টিকে