ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

রক্তদাতার সম্পর্কে যেসব বিষয় জানা জরুরি

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ

প্রকাশিত : ০২:০৯ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য রক্তদাতা নির্বাচন জরুরি। রক্তদাতা অবশ্যই হবেন সুস্থ সবল দেহের অধিকারী এবং স্বেচ্ছাপ্রনোদিত। রক্তদাতা নির্বাচনের সময় কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। নতুবা যেকোনো ধরনের বিপত্তি ঘটে যেতে পারে।

১. রক্তদাতার সঙ্গে আলোচনা করা

২. রোগের ইতিহাস জিজ্ঞাসা করা

৩. মাদকাসক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা

৪. অরক্ষিত যৌন মিলন সম্পর্কে জানা

৫. বিদেশে ভ্রমনের ইতিহাস জানা

এছাড়া কতগুলো বিষয় ঠিক করতে হবে, যেমন-

১. বয়স ১৮ থেকে ৬০ বছর

২. রক্তচাপ স্বাভাবিক

৩. শরীরের তাপমাত্রা স্বাভাবিক

৪. পালস ৬০ থেকে ১০০ প্রতি মিনিটে

৫. ওজন ৫০ কেজির মতো

রক্তদাতা রক্তদানের পরে কি কি জটিলতা হতে পারে সে সম্পর্কে জেনে নিতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না। তার পরেও যা হতে পারে-

১. বমি করা

২. ভয়ে অজ্ঞান হওয়া

৩. অতিরিক্ত ঘাম বা মাথা ঘোরা

৪. শ্বাসকষ্ট বা অস্থিরতা

৫. রক্ত বন্ধ না হওয়া

লেখক : ডীন, মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।