ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

নরেন্দ্র মোদির মাকে নিয়ে ফের বিতর্ক   

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৭ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। অটোরিকশায় বসা তার একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাসছে। আর এ নিয়েই এখন চলছে বিতর্ক। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পলা গত শুক্রবার অটোরিকশায় বসা হীরাবেনের ছবিটি টুইটারে পোস্ট করেন।

ছবিটি পোস্ট করে সাম্পলা লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা এখনও অটোরিকশায় যাতায়াত করেন। অপরদিকে রাহুলের মা সোনিয়া গান্ধী বিশ্বের চতুর্থ ধনী রাজনীতিবিদ।     

কিন্তু ছবিতে হীরাবেনের ডান হাতটি ধরে রয়েছে অন্য কারও হাত। যার শরীর নেই। ফলে অনেকেই প্রশ্ন করেন— `কার হাত?` কেউ বলেন, সেটি ফটোশপ করা। অনেকে আবার বলছেন, ছবিটি ২০১৪ সালের। ভোট দিতে যাচ্ছিলেন হীরাবেন। সে ছবিতেও নাকি ছিল এমনই হাত।      

এর আগে, ভারতে রুপির নোট বাতিলের সময় ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন হীরাবেন। বিজেপি বোঝাতে চেয়েছিল, মোদির মা এমনই সাদামাটা। ফের সেই চেষ্টা করতে গিয়ে বিপাকে পড়তে হল। সূত্র: আনন্দবাজার পত্রিকা

এসি