ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

সদরঘাটে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আহত ১

প্রকাশিত : ১১:৫১ এএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ গ্রিন লাইন ওয়াটার ওয়েজের সঙ্গে সাব্বির-২ নামে আরেক লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। এ সময় সাব্বিরের সামনের অংশ গ্রিন লাইনের ভেতরে ঢুকে যায়।

বৃহস্পতিবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর।

আলমগীর কবীর জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে সদরঘাট থেকে ৩১৮ জন যাত্রী নিয়ে গ্রিন লাইন ওয়াটার ওয়েজের যাত্রীবাহী লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা দিলে পাঁচ মিনিটের মধ্যে সাব্বির নামের আরেক লঞ্চের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, পটুয়াখালী থেকে আসা সাব্বির-২ নামে লঞ্চের সঙ্গে সংঘর্ষে গ্রিন লাইনের বাঁ অংশের ক্ষতি হয়। এতে এক পুরুষ যাত্রী আহত হন। তাকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রিন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান যুগ্ম পরিচালক।

একে// এআর