ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৩ ১৪৩১

গাজীপুর সিটিতে ২৮ জুনের মধ্যে নির্বাচনের নির্দেশ (ভিডিও)

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২৪ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচন করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া ৩ মাসের স্থগিতাদেশ বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এই নির্দেশ দেন।

ফলে গাজীপুর সিটি নির্বাচন করতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণের কথা ছিল ১৫ই মে। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন। তুঙ্গে উঠে প্রচারণাও।

কিন্তু সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজাহারুল ইসলাম। শুনানি শেষে রোববার সীমানা সংক্রান্ত জটিলতায় নির্বাচন স্থগিত করে হাইকোর্ট।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থী এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপিল করা হয়। শুনানী শেষে ২৮ জুনের মধ্যে নির্বাচনের আদেশ দেন আদালত।

আপিল বিভাগের রায়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন মেয়র প্রার্থী ও নির্বাচন কমিশনের আইনজীবীরা। এরফলে গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠানে আর বাধা নেই বলে জানান তারা।

গাজীপুরে ভোটগ্রহণের ব্যাপারে এখন করণীয় নির্ধারণ করবে নির্বাচন কমিশন।