ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধে রিয়াজ উদ্দিন ফকিররের মৃত্যুদণ্ড (ভিডিও)

প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:০০ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চারটি অভিযোগের মধ্যে হত্যা ও ধর্ষণের দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। অন্য দুই অভিযোগে দেয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ড।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও, আপিল করার কথা জাানিয়েছে আসামীপক্ষ।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলবদর কমান্ডার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটসহ মোট অভিযোগ ছিল ৫টি।

তবে মামলার অন্য দুই আসামী আমজাদ আলী ও ওয়াজ উদ্দিন মারা যাওয়ায় একটি অভিযোগ থেকে তাকে রেহাই দেয়া হয়। পরে চারটি অভিযোগের ভিত্তিতে আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল।

রায়ে ফুলবাড়িয়ার ঋষিপাড়ায় দুইজনকে ধর্ষণ ও ৮ জনকে জবাই করে হত্যা এবং আসিম বাজার এলাকায় গুলি ও জবাই করে ৪৩ জনকে হত্যার ঘটনায় জড়িত থাকায় রিয়াজ উদ্দিন ফকিরকে দেয়া হয় মৃত্যুদণ্ড।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছে আসামীপক্ষ।

রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধে শহীদ ও সম্ভ্রম হারানো নারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে ট্রাইব্যুনাল।