ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

আয়ের রেকর্ড করে চলেছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার  

প্রকাশিত : ১২:০১ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার

মুক্তির আগেও ছিল ব্যাপক আলোচনায়। আর মুক্তির পর আয়ের দিক থেকে বাজিমাত করে চলেছে হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’। অনেক সুপারহিট সিনেমাকে পেছনে ফেলে ব্যবসায়িক সাফল্যে এগিয়ে চলেছে ছবিটি। ভারতে এই প্রথম হলিউডের কোনো ছবি ২০০ কোটি রুপিরও বেশি আয় করেছে।

তারকা বহুল সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে এই মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ১৩তম দিনে এই ছবিটি ভারতের বাজারে আয় করেছে ৩ দশমিক ৮০ কোটি রুপি। সবমিলিয়ে সুপার মারভেল মুভিটির আয় দাঁড়িয়েছে ২০০ দশমিক ৩৯ কোটি রুপি। এই আয় ৩০০ কোটি রুপিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ছবিটি বিশ্ব বাজারে চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম ১ বিলিয়ন ডলার আয়ের বিশ্বরেকর্ড গড়েছে।   

`অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার` নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ৩০০-৪০০ মিলিয়ন ডলার। অ্যান্তোনি রুশো ও জো রুশো পরিচালিত সিনেমাটি গত ২৩ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে মুক্তি পায়।    

এসি