ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি বিল্লালের মৃত্যু

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১১ মে ২০১৮ শুক্রবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি বিল্লাল হোসেন (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় যে, গত ৫ মে কাশিমপুর কারাগারে বিল্লাল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। এরপর গতকাল তিনি সুস্থ হলে ওই দিন বিকেলে তাকে রিলিজ দেওয়া হয়।

এরপর হাসপাতালের ছাড়পত্র নিয়ে কাশিমপুর কারাগারে নেওয়ার সময় পথে আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। পুনরায় তাকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমএইচ/