ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

দল এবং জোট থেকে সরে দাঁড়ালেন নাজিব   

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

নির্বাচনে পরাজিত হওয়ার পর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাঁর দল এবং দলের নেতৃত্বাধীন জোটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।  

শনিবার মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারির পর পরই এই পদত্যাগের ঘোষণা এলো।    

নাজিবের পদত্যাগের পর দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনএ) নতুন প্রেসিডেন্ট হবেন তাঁর সহকারি ও সাবেক উপ-প্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। 

গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ১৯৫৭ সাল থেকে ক্ষমতায় থাকা ন্যাশনাল ফ্রন্টের পতন ঘটে। ওই জোটের নেতৃত্বে ছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক। নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট ‘অ্যালায়েন্স অব হোপ’ জয়লাভ করে।

এক সময় এই জোট থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মাহাথির মোহাম্মদ। এরই মধ্য দিয়ে মাহাথির বিশ্বের সবচেয়ে বেশি বয়সী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।  

এছাড়া নাজিব রাজাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০১৫ সালের তাঁর বিরুদ্ধে ৭০০ মিলিয়ন ডলার সরকারি তহবিল তছরুপের অভিযোগ আনা হয়। যদিও পরে কর্তৃপক্ষ তাঁকে দায়মুক্তি দেয়।

শনিবার সরকারি এক রিপোর্টে জানানো হয়, নাজিবের বিলিয়ন ডলার দুর্নীতির তদন্ত পুনরায় শুরু করা হবে।

কেআই/এসি