ঢাকা, রবিবার   ২৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট স্থগিত   

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩৯ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনের দাবিতে সোমবার বাস ধর্মঘটের ডাক দিয়েছিলেন পরিবহন মালিকরা। আগামী ২৫ দিনের মধ্যে ফেনী ওভারপাস নির্মাণ কাজ শেষ করার আশ্বাসে এই বাস ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিকশ্রমিকরা।

ফেনীর ওই ওভারপাস নির্মাণ কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের, সঠিক সময়ে গাড়ি গন্তব্যে পৌঁছাতে না পারায় চরম ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে বাস মালিকরা। এলোমেলো হয়ে যাচ্ছে বাসের সময় সূচি। 

এই প্রেক্ষাপটে যানজট নিরসনের দাবিতে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস না চালানোর ঘোষণা দিয়েছিলেন পরিবহন মালিকশ্রমিকরা।   

রোববার সকালে তারা এই ঘোষণা দেওয়ার পর দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী ২৫ দিনের মধ্যে ফেনী ওভারপাস নির্মাণ কাজ শেষ করার ঘোষণা দেন।

পরে রাতে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন।

এসি