ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৩ ১৪৩১

ভিনগ্রহীদের সন্ধানে জোরালো উদ্যোগ!

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১২:৪১ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

বিজ্ঞানীরা মহাকাশে প্রাণের সন্ধানের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়েছেন বলে জানা গেছে। লাখো কোটি মাইল দূরে অবস্থিত অসংখ্য নক্ষত্রের মধ্যে সত্যি কোনো প্রাণ উপযোগী গ্রহ আছে কি-না এবং সেখানে উন্নত সভ্যতা টিকে আছে কি-না, তা জানার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

প্রতিবেদনে বলা হয়, এ প্রকল্পের মাধ্যমে দূর মহাকাশে বিশেষ সংকেত পাঠানো হবে। সেইসঙ্গে শোনার চেষ্টা করা হবে, সত্যিই কোনো উন্নত সভ্যতা পৃথিবীর উদ্দেশে সংকেত পাঠাচ্ছে কি-না।

এখানেই শেষ নয়, দূর মহাকাশ পাড়ি দেওয়ার জন্য এরই মধ্যে নাসা উন্নতমানের মহাকাশযান তৈরির কাজ হাতে নিয়েছে।

মহাকাশ যাত্রায় পৃথিবীবাসীর সবচেয়ে দুর্বলতা হচ্ছে জ্বালানি সুবিধা। মূলত পৃথিবী পাড়ি দিয়ে মহাকাশে পৌঁছাতেই প্রচুর জ্বালানি নষ্ট হয়ে যায়। এর পর দীর্ঘপথ পাড়ি দিতে যে পরিমাণ জ্বালানির প্রয়োজন, তা সঙ্গে রাখার স্থান সংকুলান হয় না।

ফলে বিজ্ঞানীরা মহাকাশযাত্রায় স্বল্প খরচে বেশি শক্তি ও কম জায়গা নেবে, এমন জ্বালানির সন্ধান করছেন। তা ছাড়া মহাকাশযানের জন্য বিজ্ঞানীরা নবায়নযোগ্য জ্বালানি উদ্ভাবনেরও চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত গ্রহের সন্ধানে দূর নক্ষত্রে অভিযান চালানোর মতো সক্ষমতা বিজ্ঞানীরা অর্জন করতে পারেননি।
তবে এখন অভিযান চালানোর জন্য সক্ষমতা অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।

এসএইচ/