ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

কোটা সংস্কার : ধর্মঘটের আওতামুক্ত থাকবে পরীক্ষা

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

সরকার চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারে প্রজ্ঞাপন জারির দাবিতে চলমাল ধর্মঘটের আওতামুক্ত পরীক্ষা থাকবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

একইসঙ্গে ক্লাস বর্জন অব্যাহত থাকবে জানান কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতারা।

 আজ মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক হাসান আল মামুন এতথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, সামনে রমজান হওয়ার কারণে পরীক্ষা বর্জন করলে সেশন জটে পড়ার সম্ভবনা আছে। তিনি সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানান। মামুন বলেন, কোটা বাতিলের প্রজ্ঞাপনের বিষয়ে সরকারের উচ্চ-পর্যায় থেকে আমাদের আবারও আশ্বস্ত করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা প্রথার বিলুপ্তির প্রজ্ঞাপন চেয়ে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ক্লাস বর্জন করে আন্দোলনে অংশ নেন শিক্ষার্থীরা। তবে কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

টিআর/ এআর