ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৫ ১৪৩২

বয়স কমানোর ওষুধ আবিষ্কার

প্রকাশিত : ১১:১৭ এএম, ১৬ মে ২০১৮ বুধবার | আপডেট: ০২:০৭ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

দীর্ঘজীবী হতে কে না চায়? তবে তেমনটা অবাস্তব হলেও যৌবন ধরে রাখা এখন আর কল্পবিজ্ঞান নয়। বাস্তবেই সম্ভব বিজ্ঞানের কল্যাণে। কেননা, বয়স কমানোর এমন ওষুধের খোঁজ মিলেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে।

বয়স ধরে রাখার ওষুধ আবিষ্কার করেছেন একদল অস্ট্রেলীয় গবেষক। এ ওষুধের ফলে বদলে যেতে পারে মানুষের বেঁচে থাকার ও মৃত্যুর ধরন। এমনটিই বলছেন গবেষকরা।

গত সোমবার গবেষণা দলের প্রধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কেন ও ব্রায়েন নতুন এ আবিষ্কারের কথা জানিয়েছেন। তিনি জানাচ্ছেন, প্রাথমিক যে ফর্মুলাটি পাওয়া গেছে এতে ৬০ বছর বয়সী দেহের কোষকে ৪০ বছর বয়সী করে ফেলা সম্ভব। আবিষ্কৃত এ ওষুধের মাধ্যমে ক্যানসার, হৃদ্‌রোগ, কোলেস্টেরল ও বাতের মতো ডিএনএ পরিবর্তনজনিত রোগও প্রতিরোধ করা সম্ভব বলে দাবি তার।

তিনি জানিয়েছেন, শিগগিরই এ ওষুধ তৈরি করা শুরু হবে। আগামী বছর নাগাদ ওষুধটি মানুষের ওপর পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।

সূত্র: ৭ নিউজ

একে// এআর