ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

সুন্দরবন দেখতে সাতক্ষীরার পর্যটনকেন্দ্রে ভীড় (ভিডিও)

প্রকাশিত : ১১:৫৪ এএম, ১৬ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৫:৪৬ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

সুন্দরবনের ভেতরে প্রবেশ না করেই সাতক্ষীরার মুন্সিগঞ্জে ‘আকাশ লীনা’ ইকোট্যুরিজম সেন্টার থেকে সৌন্দর্য উপভোগ করতে পারছেন পর্যটকরা। ক্রমশ ভীড় বাড়ছে এই পর্যটনকেন্দ্রে। মুন্সিগঞ্জকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দেয়া হলে বৈপ্লবিক পরিবর্তন আসবে সুন্দরবন ভিত্তিক পর্যটন শিল্পে।

সুন্দরবনের সৌন্দর্য ও জীববৈচিত্র দর্শনে সুন্দরবনের কোল ঘেঁষে মুন্সিগঞ্জে গড়ে তোলা হয়েছে ‘আকাশ লীনা’ ইকোট্যুরিজম সেন্টার।

স্থাপনার কাজ পুরোপুরি শেষ না হলেও কেন্দ্রটি এরিমধ্যে বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশের শুধুমাত্র এই স্থলভাগ থেকেই সরাসরি সুন্দরবন দেখা যায়। সুন্দরবনকে উপভোগ করতে অনেক স্থাপনা নির্মিত হয়েছে এখানে।

এই অঞ্চলের অধিকাংশ মানুষের জীবিকা সুন্দরবনকেন্দ্রিক। নানা কারণে তাদের জীবিকা অত্যন্ত ঝুঁকির মধ্যে। সরকারিভাবে মুন্সিগঞ্জকে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হলে বিকল্প কর্মসংস্থান হবে স্থানীয়দের।

পর্যটকদের সুন্দরবন দেখার সুযোগ করে দিতে সরকারিভাবে উদ্যোগে নেয়া হয়েছে। বছর দুয়েক আগে তিন নদীর মোহনায় প্রায় আড়াইশ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছে আকাশ-লীনা ইকো-ট্যুরিজম সেন্টার।