ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচন ২৬ জুন

প্রকাশিত : ১০:০০ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার | আপডেট: ১০:০৩ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী আগামী ২৬ জুন এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ (১৬ মে) এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মেয়র পদে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার পর তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করলে এ আসনটি শূণ্য হয়।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ সময় ২৪ মে,বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন। ৪ জুন বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ওইদিন থেকেই তারা প্রচারণায় অংশ নিতে পারবেন।

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.নুরুজ্জামানকে এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এমএইচ/ এমজে