ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

রাষ্ট্রদূতের সঙ্গে বিসিবি’র পরিচালকের সৌজন্য সাক্ষাত  

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার | আপডেট: ১১:৩৬ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সাথে সম্প্রতি সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। 

রাষ্ট্রদূত আসুদ আহমেদ বিসিবি`র পরিচালক শফিউল আলম নাদেলকে কাতার প্রবাসি বাংলাদেশিদের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, ‘কাতারে বাংলাদেশিরা চাকুরীর পাশাপাশি বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন, অনেক বাংলাদেশি কাতারে ব্যবসা বাণিজ্য করে ভালো অবস্থানে রয়েছেন।’

কাতার সফররত বিসিবি’র পরিচালক বাংলাদেশিদের খোঁজ খবর নেন। তিনি রাষ্ট্রদূতকে বলেন, প্রবাসিদের দেশে বিনিয়োগ করার পরিবেশ তৈরী হয়েছে, তার চাইলে দেশে এখন বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে। 

বিসিবি’র পরিচালকের সাথে ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, মসাহিদ আলী, নিজাম উদ্দিন তারেকসহ কাতারে কর্মরত গণমাধ্যমকর্মীরা।  

এসি