ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

বরগুনার সংরক্ষিত বন কেটে উজাড় (ভিডিও)

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

সংরক্ষিত বনের গাছ কেটে উজাড় করে ফেলা হচ্ছে বরগুনার টেংরাগিরি বনাঞ্চলে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে চোরাকারবারীদের গাছ কাটতে সহায়তা করছে বনবিভাগ। তবে গাছ কাটার কথা অস্বীকার করেছেন বিট কর্মকর্তা। আর দিনের পর দিন ঘুরেও দেখা মিলেনি জেলা বনবিভাগের কোন কর্মকর্তা বা কর্মচারীর।

বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বরগুনার তালতলীর টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল ও ইকোট্যুরিজম পার্ক। এলাকাবাসীর অভিযোগ, সংরক্ষিত বনের গেওয়া, কেওড়া, পশুর ও সুন্দরীসহ কয়েক প্রজাতির গাছ প্রতিনিয়তই কেটে নিচ্ছে বনদস্যুরা।

পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, বনবিভাগ কোনো আইনি ব্যবস্থা না নেয়ায় বেপরোয়া হয়ে উঠেছে বনদস্যুরা।

তবে সংরক্ষিত বনের গাছকাটার কথা অস্বীকার করেন বিট কর্মকর্তা।

এ বিষয়ে জেলা বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলেও তাদের দেখা পাওয়া যায়নি।

এদিকে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

সংরক্ষিত বনের গাছ বাঁচাতে উদ্যোগী হবে প্রশাসন, এটাই প্রত্যাশা বরগুনাবাসীর।