ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

পর্ন তারকার মুখ বন্ধে টাকা দেওয়ার কথা স্বীকার ট্রাম্পের

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টর্মিকে দেওয়ার জন্য আইনজীবীর হাতে কত অর্থ দিয়েছিলেন সেটি আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করলেন তিনি।

এত দিন ট্রাম্প বলে এসেছেন, মুখ বন্ধ রাখার জন্য পর্নো তারকা স্টর্মিকে যে ১ লাখ ৩০ হাজার ডলার তাঁর ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন প্রদান করেন, সে সম্পর্কে তিনি বিন্দুবিসর্গ জানেন না। গত এপ্রিলের শুরুতে তিনি সাংবাদিকদের পরামর্শ দিয়েছিলেন এ বিষয় নিয়ে কোহেনের সঙ্গে কথা বলতে।

কিন্তু গতকাল বুধবার জানা গেল, বিষয়টা তিনি কেবল জানতেনই না, সময়মতো কোহেনকে সে অর্থ ফেরতও দিয়েছেন।

দ্যা অফিস অফ গভর্নমেন্ট এথিকস বলছে, ট্রাম্পকে তার আর্থিক বিবরণীতে সেটি দিতে হয়েছে।

এ সংক্রান্ত ফাইলে থাকা তথ্য অনুযায়ী, তিনি আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের জন্য যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে।

এখন ওই ফাইলে একটি ফুটনোট দিয়ে হোয়াইট হাউজ বলছে স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে। যদিও অফিস অফ গভর্নমেন্ট এথিকস এর প্রধান ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দেওয়া এক চিঠিতে লিখেছিলেন যে, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে।

স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া অর্থের বিষয়টি একটি আইনগত সমস্যা তৈরি করতে পারে, এমন শংকা ছিলো। কারণ এটিকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে একটি অবৈধ ব্যয় হিসেবে দেখা যেতে পারতো।

কোহেনের এ সম্পর্কিত কাগজপত্র ইতোমধ্যেই এফবিআই জব্দ করেছে এবং এ নিয়ে এখন তদন্ত চলছে বলে জানা যাচ্ছে।

ড্যানিয়েলস, যার প্রকৃত নাম স্টেফাইন ক্লিফোর্ড অভিযোগ করেছিলেন, ২০০৬ সালে একটি হোটেল কক্ষে ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। যদিও তখন ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেছিলেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী।

ড্যানিয়েলসের দাবি সত্যি হলে ঘটনাটি ঘটে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প দম্পতির সন্তান ব্যারনের জন্মের কয়েক মাসের মধ্যে।

গত এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, মাইকেল কোহেন ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে কোনও অর্থ দিয়েছিলেন কি-না সেটি তার জানা নেই।

তবে আইনজীবীকে ট্রাম্পের টাকা দেওয়ার বিষয়টি প্রথম নিশ্চিত করেন প্রেসিডেন্টে অ্যাটর্নি রুডি গিলিয়ানি।

গিলিয়ানি বলেছিলেন, ড্যানিয়েলসকে চুপ রাখতে- যাতে করে তিনি অসত্য ও অতিরঞ্জিত অভিযোগ ট্রাম্পকে নিয়ে না করেন সেজন্যই ওই লেনদেন করা হয়েছিলো।

সূত্র: বিবিসি

একে// এআর